রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন

অনলাইন ডেঙ্ক / ৩৭ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে।

এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছেন এক দল ছাত্র জনতা।

বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়াস্থ ওয়ালটন মোড়ে সাবেক এমপি রাজনৈতিক অফিসে ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়।

এর আগে বিকাল ৪ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হন তারা।

এসময় ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিকে পাবলিক টয়লেট ঘোষণা করেন। ভাঙচুরের পর গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায় ছাত্র জনতাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর