কৃষকের ধান কেটে নিয়ে গেলেন যুবলীগ নেতা
অনলাইন ডেস্ক : নাটোরের সিংড়ায় এক নিরীহ কৃষকের ৫৪ শতক জমির পাকা ধান রাতারাতি কেটে নেওয়া হয়েছে। জমিতে ধানের লম্বা খড় পড়ে রয়েছে অথচ পাকা শীষ কেটে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ইটালী গ্রামের পূর্ব মাঠে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম আবু বক্কর সিদ্দিক। ইটালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ হোসেনের বিরুদ্ধে এ ধান কেটে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় আমিন হোসেন, আব্দুল আলীম, শামীম হোসেনসহ অন্তত সাতজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটালী গ্রামের পূর্ব মাঠে ৫৪ শতক ধানি জমি কিনে চাষাবাদ করে আসছিলেন কৃষক আবু বক্কর সিদ্দিক। বিগত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে সেই জমি নিজের দাবি করে দখলে নেন ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহাগ হোসেন ও তার দুই ভাই সেলিম ও সুরুজ মোল্লা।
সরকার পতনের পর জমি দখলকারী ওই যুবলীগ নেতা এলাকা ছাড়ার সুযোগে পুনরায় জমিতে ধান চাষাবাদ করেন কৃষক আবু বক্কর সিদ্দিক; কিন্তু পাকা ধান ঘরে তোলার আগেই সেই জমির ধান রাতারাতি কেটে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, তার দীর্ঘদিনের ভোগদখলকৃত সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুবলীগ নেতা সোহাগ মোল্লা ও তার লোকজন। এখন তার লাগানো পাকা ধান কেটে নিয়ে গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ২ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা সোহাগ হোসেন মোল্লা বলেন, জমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে আদালতে মামলা রয়েছে। এই জমিতে প্রথমে চাষাবাদ করে তারাই ধান লাগিয়ে ছিলেন; কিন্তু সেই ধানের চারা উল্টিয়ে দিয়ে সেখানে আবার ধান লাগিয়েছেন প্রতিপক্ষরা। তবে জমির ধান কে বা কারা কেটে নিয়ে গেছে তার জানা নেই।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এখানো অভিযোগের কপি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।