বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী ফারুক চৌধুরীসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৭৩ দেখেছেন:
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আরিফ (২৩) নামের এক তরুণ বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন। গত ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। চিকিৎসায় সুস্থ হওয়ার পর এ মামলা করলেন।

মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।

নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ রয়েছে।

এছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে। তারা ঘটনার দিন গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন এসআই মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর