বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৮ দেখেছেন:
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। রোববার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।১৯ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলে। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইমরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর