বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জয়ী গণঅভ্যুত্থানে আহত কাজল, ৩ মাস পর খুললেন চোখ

অনলাইন ডেক্স / ৮ দেখেছেন:
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকায়’ অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. কাজল মিঞা। তবে রাজধানীর যাত্রাবাড়ীতে ঘাতক বুলেট তার মাথা ছিন্ন করে বেরিয়ে যায়। এরপর কাজলের চিকিৎসা চলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে।

অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর চোখ মেলে তাকিয়েছেন কাজল। বলেছেন কথা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ খবর জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো: 

পোস্টে নাহিদ লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লংমার্চ টু ঢাকায় কাজল মিয়া নেমে এসেছিলেন লাখো ছাত্র-জনতার সাথে। ৫ই আগস্ট সকালে বাড়ি থেকে বের হবার আগে স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ফিরে আসবেন।

কিন্তু যাত্রাবাড়ীতে পুলিশের ঘাতক বুলেট তাঁর মাথা ছিন্ন করে বেরিয়ে যায়। কোমায় চলে যাওয়া কাজলকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলে নিউরোসায়েন্স হাসপাতালে।

দীর্ঘ দুইমাস কোমায় থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থীকে আইসিউতে দেখে এসে ডাক্তারদের পরামর্শে দ্রুত থাইল্যান্ড পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানেও বিগত এক মাস মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যান তিনি।

অবশেষে সুদীর্ঘ তিন মাস পর কোমা থেকে চোখ মেলে তাকিয়েছেন কাজল। মৃত্যুর কাছে হার না মেনে আমাদের এক লড়াকু সহযোদ্ধা আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে।

হাসপাতাল থেকে বিজয়ীর হাসিমুখে আন্দোলনের লাখো বীর সহযোদ্ধাদের জন্য এ বার্তা পাঠিয়েছেন তিনি। তাঁর মতো হাজারো ছাত্র-জনতার নিঃস্বার্থ ত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। কাজল এখন সকল লড়াকু দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজল ফিরে আসবেন তাঁর কাঙ্ক্ষিত বাংলাদেশে, পূরণ করবেন স্ত্রীকে দিয়ে যাওয়া প্রতিশ্রুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর