শীর্ষ সংবাদ
ফিরে এসেছেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ, বলছেন না কিছুই
নিখোঁজের চার দিন পর পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ হাসানকে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি রিকশায় বিশ্ববিদ্যালয়ে তাঁর আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আসেন তিনি। পরে সহপাঠীরা রাত পৌনে ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সহপাঠীরা।
সহ–সমন্বয়ক খালেদের সহপাঠী আহসান হাবীব ইমরোজ বলেন, ‘গত ২০ ডিসেম্বরে সার্জেন্ট জহুরুল হক হল থেকে নিখোঁজ হয় খালেদ। রাতে রিকশায় হঠাৎ হলে ফিরে আসে সে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর