বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

নাশকতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই সাম্প্রদায়িক উত্তেজনা, সচিবালয় ঘেরাও ও অগ্নিসংযোগের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সরকার সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলূম মাদরাসা মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী মরহুম ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নাশকতাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নাশকতায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, “তিনি ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ ও বিশ্বতত্ত্ববিদ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ বেতনের চাকরি ছেড়ে মাত্র আড়াই হাজার টাকা বেতনে দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। তার দেশপ্রেম ও মাদরাসার প্রতি গভীর অনুরাগ ছিল। তিনি এই মাদরাসার জন্য ৩০ বিঘা জমি দান করে গেছেন।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন জামেয়াতুল উলূম লালখান বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার।

এর আগে উপদেষ্টা চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর