উড়োজাহাজ জব্দের তথ্য বিমানকে জানায়নি কাস্টমস
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইট বিজি-১৪৮ এর একটি উড়োজাহাজ জব্দ করার সংবাদ প্রচারিত হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো পত্র বা ডকুমেন্ট দেয়নি বা এ ধরনের কোনো তথ্য জানায়নি।
এতে আরও জানানো হয়, চট্টগ্রামে ফ্লাইটটি অবতরণের পর একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই সদস্যরা সন্দেহভাজন হিসেবে আটক করেন এবং তার কাছ থেকে কালো টেপে মোড়ানো কিছু স্বর্ণবার উদ্ধার করা হয়। এর পর চট্টগ্রামগামী যাত্রীদের নামানো হয় এবং ঢাকাগামী যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। উড়োজাহাজটি পরে যথারীতি রিয়াদের উদ্দেশে উড্ডয়ন করে।
এর আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্বর্ণবারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল। তারা ধারণা করছেন, উড়োজাহাজের কোনো কর্মীর সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব নয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেছেন, চোরাচালানের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জবাবদিহি করতে হবে।