বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ

অনলাইন ডেঙ্ক / ১১ দেখেছেন:
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ (অভিযোগপত্র) দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা।

গুম করার ঘটনায় আজ সোমবার তিনি এই অভিযোগপত্র দাখিল করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনাসহ মোট ৯ জনের বিরুদ্ধে মাইকেল চাকমা অভিযোগ দাখিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ছাড়া বাকি আটজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ জানিয়ে এসেছিলেন মাইকেল চাকমা। সে দিন তিনি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়াও জেনে এসেছিলেন। সে দিন মাইকেল চাকমা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি যে প্রতিহিংসার শিকার হয়েছি, প্রধান আসামি হিসেবে আমার গুমের জন্য শেখ হাসিনাকেই দায়ী করছি। তার সঙ্গে আরও যারা জড়িত ছিল, তাকে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ দেব। লিখিত অভিযোগে বিস্তারিত দেওয়া হবে।’

মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিনি ফিরে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর