নতুন বছরের প্রথম দিন শীত ও কুয়াশা কেমন থাকবে?
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার এমন পূর্বাভাস দেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং তা দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটতে পারে।
উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে অন্যান্য অঞ্চলে তা কিছুটা কমবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২ জানুয়ারি বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া, আগামী পাঁচদিনে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।