শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী পুলিশ লাইনস স্কুলে ফের উত্তেজনা

অনলাইন ডেঙ্ক / ৮ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়ে আবারও জটিলতা তৈরী হয়েছে। বরখাস্তকৃত অধ্যক্ষকে ফিরে আনার ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এসময় বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম মাওলাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর অধ্যক্ষ গোলাম মাওলা তার লোকজন নিয়ে গিয়ে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-অভিভাবক ফোরাম। এর আগে গত ৫ আগস্টের পরে অধ্যক্ষ গোলাম মাওলাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব দেওয়া হয় জুনিয়র এক শিক্ষককে। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর