বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ডাকসুর রোডম্যাপ দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

অনলাইন ডেঙ্ক / ৪ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) দিতে উপাচার্যকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে এ সময় বেধে দেন সংগঠনটির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘উপাচার্যকে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার সময়সীমা মাত্র ৭২ ঘণ্টা।

যদি ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে আমরা যাব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হলে এ ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর