প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কম্বল বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার নির্দেশনায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ আয়োজনের সময় উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ছাত্রদলের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা শাওন এবং ছাত্রনেতা আবির মাহমুদ উৎস।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি ছাত্রদলের মানবিক কার্যক্রমের একটি অংশ। বক্তারা বলেন, ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।