বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে হ’ত্যাকা’ন্ডের রহস্য উদঘাটন, গ্রে’প্তার ১

অনলাইন ডেঙ্ক / ১১ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুন দাস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সবুজ হোসেন (২৪) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকান্ড রহস্য উদঘাটনের দাবী জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন। গ্রেপ্তারকৃত সবুজ হোসেন শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দির, ভান্ডার ঘর, ভোগ ঘরের তালা ভেঙ্গে চুরি ও ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা তরুন দাসের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত তরুন দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও বলেন, সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস তাদের দেখে ফেলে। এসময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর