পুঠিয়ার বানেশ্বরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বানেশ্বর সরকারি কলেজ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান মাহফুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাসুদ রানা, বানেশ্বর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাবিয়া সুলতানাসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীও উপস্থিত ছিলেন।
এ সময় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালীসহ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।