কিসের ইঙ্গিত দিলেন শাবনূর, নতুন কিছু হতে যাচ্ছে!
এরপর আর সিনেমায় কাজ নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ নায়িকা।
সম্প্রতি নতুন রূপে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হলেন একসময়ের জনপ্রিয় এ নায়িকা। ফেসবুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে সাদা ও সবুজ রঙের সালেয়ার-কামিজে দেখা গেছে তাকে।
এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় কাজ করার কথা থাকলেও তা শুরু করতে পারেননি শাবনূর। গত বছরের ১১ ফেব্রুয়ারি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’র মহরতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ‘এখনো ভালোবাসি’ নামের আরও একটি সিনেমায় কাজ করবেন বলে জানান। তখন শুটিং শুরু না করে হঠাৎ অস্ট্রেলিয়ায় চলে যান। তখন জানা যায়, একদম পরিপূর্ণ ফিট হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় শাবনূরের। তারপর আর পেছনে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গেও হয়ে উঠেছিলেন জনপ্রিয় এক জুটি, যা এখনো দর্শকহৃদয়ে নাড়া দেয়।
তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। এরমধ্যে উল্লেখযোগ্য ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউ’।