বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

কালক্ষেপন না করে নির্বাচন ঘোষণা করুণ : রাজশাহীতে রেজভী

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আমরা সংকটের পথে হাটছি বলে মন্তব্য করে সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

রিজভী বলেন, ‘সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার; কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। আমরা সংকটের পথে হাটছি। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।’

তিনি বলেন, ‘গণতন্ত্র আন্দোলনের সব দল অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠা ড. ইউনুসকে সমর্থণ করেছে। তিনি একজন গুণি মানুষ। তিনি বাংলাশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন। কিন্তু তাকে কেউ বিভ্রান্তির মধ্যে ফেললে এটা মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’

বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা মন্তব্য করে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এ দেশের ভাল-মন্দ নিধারণের দায়িত্ব এদের জনগণের। বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ। কোন দেশের না। বাংলাদেশের নীতিমালা নিধারণ করবে এদেশের জনগণ। অন্য কোন দেশ নীতি মালা নির্ধারণ করে দিবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিলো টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিলো তাদের উদ্দেশ্য। তারা দেশ নিয়ে ভাবেননি। দেশের মানুষকে নিয়ে ভাবেননি।’

নগরীর নওদাপাড়ায় জিয়া শিশু পার্কে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ, মহানগর যুবদলের আহবায়াক মাহফুজুর রহমান রিটন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর