রাজশাহী মিলনী সংঘের পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে মিলনী সংঘ টিকাপাড়ার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরীর খুলিপাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলনী সংঘের সভাপতি গোলাম মোস্তফা মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইনতিয়াজ আহম্মদ কিষলু, মিলনী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব খোকন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হীরক, বিএনপি বোয়ালিয়া পূর্ব আহবায়ক আশরাফুল ইসলাম নিপু, সদস্য সচিব আলাউদ্দিন, এড. আবু মোতালেব বাদল, মহানগর বিএনপি’র সদস্য সৈয়দ লুৎফর রহমান খোকন ও প্রফেসর কাউসার আহম্মেদ ইতি। খেলা পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন পিপলু ও মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আজিজ, আব্দুল মজিদ, আবু রাসেল মনি, সজিব, ডিকেন, ইয়াসিন, সুইট, বাদল নাঈম ও বিশাল। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।