শেখ হাসিনা এখনও কী স্ট্যাটাসে ভারতে আছেন, প্রশ্ন রিজভীর
পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন- সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার দুইটা পাসপোর্টই বাতিল হয়েছে। তারপরও এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র-জনতা হত্যাকারীকে ভারত তাকে রাখে কিভাবে?
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন
আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না, তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে অভিযোগ করে রিজভী বলেন, তারা উন্নয়ন উন্নয়ন করতো, উন্নয়নের মধ্য দিয়েই তো টাকা পাচার করা যায়। উন্নয়ন কী তার বাবার টাকা দিয়ে করেছেন? উন্নয়নের নামে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এসে পাচার করেছেন। লুটপাট করেছেন।
যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে- এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব বলে মন্তব্য বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছে, লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে- এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিকাল যে লাইন, সেই লাইন ক্রস করতে পারেনি। এ কারণেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসছে।
রিজভী আরও বলেন, রূপপুর পারমানবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ৫০০ কোটি ডলার চুক্তি করেছে। সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা একদম সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।
কৃষিবিদ ডক্টর রাশেদুল হাসান হারুন ও ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ নেতারা।