রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

নিয়ামতপুরে আদিবাসী ২৭ পরিবার কাটাতারের বেড়ায় বন্দী

অনলাইন ডেঙ্ক / ৩৬ দেখেছেন:
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

 নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী শ্যামপুর আদিবাসী পাড়ার মোট ২৭টি পরিবারকে ক্ষমতার দাপট দেখিয়ে কাটাতারের বেড়া দিয়ে ৫দিন যাবৎ বন্দী করে রেখেছে পার্শবর্তী ভুমিদষ্যু দখলবাজ সিদ্দিক চৌধুরী গং।

আদিবাসীরা ও গ্রামবাসী পার্শবর্তীরা জানায়, বিগত প্রায় ৫০/৬০ বছর ধরে এই আদিবাসী জনগোষ্ঠী সেখানে বসবাস করে আসছে। সে সময় জায়গাটি নিচু ছিল,আদিবাসীরা সেই নিচু জায়গাটি ভরাট করে বসতবাড়ি তৈরি করে বসবাস করছে।

গত ২০২০ সালে সেই জায়গাতে কু-নজর পড়ে এই চৌধুরী বংশের। সে একবার আদিবাসীদের মারপিট করে, সেখান থেকে উৎখাত করার চেষ্টা করেছিল। স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর নিকট আদিবাসিরা লিখিত দরখাস্ত দিলে,চেয়ারম্যান চৌধুরী গংদের নোটিশ করে, তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে না পারায় নিষেধ করেন সেখানে যেতে, আদিবাসিদের একটি লিখিত প্রত্যয়নও দেন চেয়াম্যান।

২৫ জানুয়ারি শনিবার ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে, পুরো পাড়ায় তাদের বসতবাড়ী ঘেঁষে কাঁটাতারের বেড়া দিয়ে ঘরবন্দি করে । প্রতিনিয়ত খুন,জখমের হুমকি দিয়েই চলছে, এঅবস্থায় আদিবাসীরা মানবেতর দিন কাটাচ্ছে, আদিবাসীরা এই বন্দী অবস্থা থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর