মোহনপুর বিএনপির নেতৃত্বে মুন-মাহবুব
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল-২৪ নির্বাচনে উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি শামীমুল ইসলাম মুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি আহবায়ক মাহবুব আর রশিদ।
দ্বি-বার্ষিক এই কাউন্সিলে সভাপতি হিসেবে শামিমুল ইসলাম মুন মোট ভোট পেয়েছেন ২২৫ টি এবং প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ও জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ পেয়েছেন ১৯৩ টি ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব অর রশিদ পেয়েছেন ২০৫ টি ভোট এবং প্রতিদ্বন্দী হিসেবে ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দীন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৬ টি ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপি সদস্য সচিব বাচ্চু রহমান মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৯ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাহিন আক্তার শামসুজ্জোহা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬ টি ভোট। বিএনপি সদস্য সার্জেন্ট (অব) মিজানুর রহমান মিলন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০ টি ভোট।