বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার (০৬ মে) সকালে দেশে ফিরবেন। তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সকাল সাড়ে ১০টায়।
রোববার (০৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। আগামীকাল সোমবার (০৫ মে) লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার দেশে ফিরবেন তিনি।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতির খবর জানার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, যার মাধ্যমে তিনি লন্ডনে পৌঁছান। এবার আবার সেই একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন।
লন্ডন থেকে ফেরার পর খালেদা জিয়ার ঢাকা পৌঁছানোর দিন বিএনপি নেতাকর্মীরা তাকে জমকালো অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সড়কের দুই পাশে দলের নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাবেন।