বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

বড়দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেক্স / ১০ দেখেছেন:
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব বড়দিনে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অমানবিক’ হিসেবে অভিহিত করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলনস্কির বক্তব্য। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের পবিত্র উৎসবের দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন করেছে।

তিনি এক বিবৃতিতে বলেন, এটি একটি নিষ্ঠুরতা, একটি অমানবিক কাজ। যখন বিশ্ব শান্তি এবং ভালোবাসার বার্তা নিয়ে খ্রিস্টমাস উদযাপন করছে, তখন রাশিয়া ইউক্রেনের নিরীহ জনগণের উপর আঘাত অব্যাহত রেখেছে।

গার্ডিয়ান বলছে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যু এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।

ইউক্রেনের এনার্জি মিনিস্টারের বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ইউক্রেনের এনার্জি সিস্টেম এবং পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে রাশিয়া। হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে, পূর্ব ইউক্রেনের শহরগুলো ছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর