বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরে গল্প ঘর নামের একটি রেস্টুরেন্টে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এস এ ট্রেডার্সের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালীগঞ্জের এসএ ট্রেডার্সের স্বত্বাধিকারী চন্দন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিজিএম (সেলস) সাউথ বেঙ্গল ডিভিশনের শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার ব্যানার্জি, ইঞ্জিনিয়ার কাউসার হোসেন, বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম জাফরুল ইসলাম, কিংব্র্যান্ড সিমেন্টের এএসএম মোঃ সাইফুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের এএসএম মো: জিসান জনি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স ডিউক এন্টারপ্রাইজের রইচ উদ্দিন আহম্মেদ ডিউক, শাহিন কর্পোরেশনের কাজী আব্দুস সবুর শাহিন, মেসার্স বকুল সাহা এন্টারপ্রাইজের বকুল চন্দ্র সাহা, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের আবু নাসের মহিউদ্দিন প্রমুখ।

তারা উপস্থিত রাজমিস্ত্রিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বসুন্ধরা সিমেন্টের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় ১০৫ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এছাড়া সব রাজমিস্ত্রিকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপন্ন আন্তর্জাতিকমানের বসুন্ধরা সিমেন্টের গুণগত মান উন্নত হওয়ার কারণেই ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ও আস্থা অর্জন করতে পেরেছে। একমাত্র বসুন্ধরা সিমেন্টের প্যাকেটের গায়েই ৫৭০০ পিএসআই লেখা থাকে। দেশের সিংহভাগ মেগাপ্রকল্প যেমন- পদ্মা সেতু, পদ্মা সেতু লিংক রোড ও পদ্মা রেল সেতু, যমুনা রেল সেতু, পায়রা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ও আশুলিয়ায় এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস রোডসহ বিভিন্ন মেগা প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।

এসময় বক্তারা বসুন্ধরা সিমেন্টের পাশাপাশি বিশ্বমানের বসুন্ধরার রড উৎপাদনেরও প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর