বাগমারার নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করলো র্যাব

অভিমানে বাড়ি ছাড়া রাজশাহীর বাগমারার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে রাজশাহী নগরের একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করে থানায় দিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন ( র্যাব) -৫ এর একটি দল।
উদ্ধার হওয়া ওই শিশুর নাম তাহসিন হোসাইন রাফি (১৩)। সে বাগমারার তাহেরপুর পৌরসভার নূরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, শিশু তাহসিন হোসাইন রাফি গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে অভিমান করে চলে যায়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
কোথাও হদিস করতে না পেয়ে শনিবার বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শিশুর মা সন্ধান চেয়ে ডায়েরিটি করেন। ডায়েরিভূক্ত করার পর পুলিশ বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠায়। র্যাবও শিশুকে উদ্ধারের তৎপরতা চালায়।
এদিকে সোমবার বিকেলে রাজশাহীর শহরের রহমানিয়া রেস্টুরেন্ট থেকে শিশু রাফিকে উদ্ধার করে। সন্ধ্যায় র্যাবের দলটি উদ্ধার হওয়া শিশুকে বাগমারা থানায় হস্তান্তর করে।
বাগমারা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদ শেখ জানান, শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।