বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

হ্যাপি নিউ ইয়ার ২০২৫

অনলাইন ডেঙ্ক / ১১ দেখেছেন:
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

হ্যাপি নিউ ইয়ার! শুভ নববর্ষ ২০২৫। নানা আয়োজনে ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হচ্ছে। ঘড়ির কাটা রাত ১২টা অতিক্রমের সঙ্গে সঙ্গেই সারা দেশের আকাশ ছেয়ে যায় আতশবাজির বর্ণিল সাজে। নানা বয়সী মানুষ বাড়ির ছাদে মেতে ওঠেন নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে।

এক বছরের ‘আনন্দ-বেদনা,আশা-নৈরাশ্য আর সাফল্য ব্যর্থতার পটভূমির ওপর আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ নতুন বছরে পর্বতদৃঢ় একতায় সর্ব বিপর্যয়-দুঃসময়কে জয় করবে অজেয়-অমিত শক্তি নিয়ে’ -এ সংকল্পের সোনালী দিন আজ।

ঘড়িতে সময় ১২টা বাজতেই গল্প আর আড্ডার ফাঁকে ’হ্যাপি নিউ ইয়ার’ বলে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে। ওই সময় পটকা ও আতশবাজির সঙ্গে গানবাজনার শব্দে একাকার হয়ে গেছে পুরো নগরী। সমস্বরে উল্লাস ধ্বনিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

পৌষের রাতের নীরবতা ওই সময়ের আগে পরে খান খান হয়ে গেছে বিকট শব্দে। বাসা বাড়ির ঘরোয়া আয়োজন আর রেস্তোঁরার আনুষ্ঠানিক উদযাপনকে ছাপিয়ে চারপাশ হয়ে উঠেছে বর্ণিল।

আগের কয়েক বছরের মত এবারও উৎসব উদযাপনের আনন্দের বাঁধভাঙা জোয়ারে উবে গেছে নিষেধাজ্ঞার বেড়াজাল। আতশবাজিতে রঙিন হয়ে উঠেছে রাতের আকাশ।

বিধি নিষেধের কড়াকড়ি ও বেড়াজালের মধ্যেই এভাবে নতুন খ্রিষ্টীয় বছর বরণে ঢাকাজুড়ে আতশবাজি পুড়ল, পটকার শব্দে প্রকম্পিত হল এলাকার পর এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর