বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

মোহনপুরে বিষাক্ত ম’দ পানে চারজন নি’হত

অনলাইন ডেঙ্ক / ৬ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর মোহনপুরে বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে তিনজন বুধবার ও একজন বৃহস্পতিবার মারা যান। এছাড়াও অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন আরও চারজন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যান মোংলার ছেলে একদিল। অপর তিনজন বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

রামেক হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, তার সবাই চুলাই মদ পান করে অসুস্থ্য হয়ে হাসপাতালে এসেছিল। যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার পর দুইজন মারা গেছে। আর হাসপাতালে পৌছার আগে দুইজন মারা যান। এছাড়াও যে চারজন চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এরা হলেন, উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, কতজন এক সাথে মাদক সেবন করেছে তা আমি এখনো জানতে পারিনি। তবে চারজন মারা গেছে এবং চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শারিরিক অবস্থা ভাল না বলে শুনেছি। পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মঙ্গলবার দিবাগত রাতে মদ পান করে তারা। এর পর তারা অসুস্থ্য হয়ে পড়লে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে দুইজন হাসপাতালে পৌছার আগে এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই এলাকার বাসিন্দা মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব বলেন, তারা সকলে এক সাথে মদ পান করে মারা গেছে বলে আমরা ধারণা করছি। এমন ঘটনা আমরা কাম্য করিনা। তাই সঠিক তদন্ত করে মাদক ব্যবসায়ীসহ অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রণকারীদেরও আইনের আওতায় আনা উচিৎ। এ ঘটনা বিশেষ তদন্তের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর