বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

নগরীর কোর্ট স্টেশন এলাকায় জামায়াতের শীতবস্ত্র উপহার

অনলাইন ডেঙ্ক / ১০ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে আজ নগরীর কোর্ট স্টেশন এলাকায় শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র উপহার প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তার, কাশিয়াডাঙ্গা থানা যুব সেক্রেটারি লোকমান হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। এরমধ্যে ৩ নম্বর দফা হচ্ছে সামাজিক কাজ। জামায়াতে ইসলামীর স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব গঠনের কারখানা। জামায়াতে ইসলামীর কাছে রাষ্ট্র ও সমাজের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলে এদেশের মানুষ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার পাবে। জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য জনগণের সমথর্ন ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী ও মানবিক সংগঠন। জামায়াত কর্মীরা, সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করে। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ যে কোনো দুর্যোগ দুর্দিনে মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে মানুষের পাশে দাঁড়ায়। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছি এটা মনে করি না, আমরা মনে করি আমাদের দায়িত্ব পালন করেছি। জামায়াতে ইসলামী সামাজিক কাজের মাধ্যমে জনগণের পাশে থাকায় ফ্যাসিবাদী ও হিংসাত্মক রাজনৈতিক গোষ্ঠী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। জামায়াতকে নিয়ে নানা ষড়যন্ত্র করে তারাই পালিয়ে গেছে। আমাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আজ আমরা সমাজের শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়ার কাজ শুরু করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর