বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

অনলাইন ডেঙ্ক / ১২ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়িতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়।

আজ শুক্রবার (১০জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ রাত ৯টা পর্যন্ত চলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকের দ্বন্দ্ব চলে আসছিল।

শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এর এক সমর্থক তার দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক বিতরণকারীকে মারধরে করে। পরে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর