শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

উড়ে এসে জুড়ে বসিনি’, ভারতে পুলিশের হাতে অপদস্থের পর এড শিরান

অনলাইন ডেঙ্ক / ৩০ দেখেছেন:
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। কিন্তু গত রোববার এই শিল্পীর সঙ্গে ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। ব্যাঙ্গালুরুর রাস্তায় যখন ভক্তদের সঙ্গে ওপেন মাইক পারফরম্যান্স করছিলেন, ঠিক সে সময়ই পুলিশ আসে সেখানে। খুলে নেওয়া হয় এড শিরানের মাইকের প্লাগ, বন্ধ করে দেওয়া হয় কনসার্ট।

এ নিয়ে যখন এড শিরান ভক্তরা রীতিমতো ক্ষিপ্ত, ঠিক তখনই ইনস্টাগ্রামে এ নিয়ে মুখ খুললেন শিল্পী। তিনি লেখেন, ‘আমাদের বাস্ক করার অনুমতি ছিল। যে জায়গার জন্য পারমিশন নেওয়া হয়, সেখানেই বাস্কিং করছিলাম আমরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। যদিও এখন সব ঠিক আছে।’

গত রোববার ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করছিলেন এড শিরান। সে সময় পুলিশ অফিসার এসে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। রাজি না হলে মাইক খুলে নেওয়া হয়। এডের টিম অনুমতি নিয়ে বাস্কের কথা জানালেনও পালটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বিনা অনুমতিতেই পারফর্ম করছেন তারা।

উল্লেখ্য, সারা ভারত জুড়েই ফেব্রুয়ারি মাসে শো করবেন শিরান। আগামী ১২ তারিখ তার শো রয়েছে শিলংয়ের। এরপর আগামী ১৫ তারিখ শিরানের কনসার্টে রয়েছে গুরগাঁওতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর