শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম বিল্ডিং কর্মশালা

অনলাইন ডেঙ্ক / ৩১ দেখেছেন:
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্কে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটির। এতে প্রায় ৭০ জন রেড ক্রিসেন্ট ইয়ুথ (আরসিওয়াই) স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, আজীবন সদস্য ও সিনিয়র আরসিওয়াই প্রকৌ. জুনায়েদ আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রাজশাহী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার তৌকির আহাম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহামুদুর রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ মিজানুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সোহানুর রহমান সবুজ, মসজিদ মিশন একাডেমীর রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ জহির উদ্দিন এবং রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলেন প্রধান শিক্ষিকা শামীমা আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আরসিওয়াই মোঃ শিমুল হোসেন। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং সবশেষে রেড ক্রিসেন্টের থিমসং ও ক্যাম্প ফায়ারের মাধমে শেষ হয় উক্ত কর্মশালার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর