বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

আর্জেন্টিনা হারলেও জিতেছে ব্রাজিল

Reporter Name / ২৯ দেখেছেন:
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা সাব-অঞ্চলের বাছাইপর্বে জয় পেয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল জয় পেলেও হেরেছে আর্জেন্টিনা। সুরিনামকে হারিয়েছে ব্রাজিল। বাহামাসের কাছে হেরেছে আর্জেন্টিনা।

ব্রাজিল তাদের ম্যাচে সুরিনামকে ৬ উইকেটে পরাজিত করে। টস হেরে প্রথমে বোলিং করে নির্ধারিত ২০ ওভারে সুরিনামকে ১০১ রানে আটকে দেয় ব্রাজিল। জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি।

দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩২ রান করেন ওপেনার লুইস মোরাইস। ২৮ রানে অপরাজিত থাকেন কাউসার খান।
ব্রাজিলের জয়ের দিনে হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা। শুরুতে ব্যাটিং করা বাহামাসের ১২০ রানের লক্ষ্য টপকাতে পারেনি আর্জেন্টিনা।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুললে ১৮ রানে হেরে যায় আর্জেন্টিনা।

জয় না পেলেও পয়েন্ট টেবিলে ব্রাজিলে ওপরেই আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে তালিকায় চারে আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে এক জয় দুই হারে সাতে ব্রাজিল। সবার ওপরে আছে বারমুডা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর