বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় আদালতে নেতানিয়াহু

অনলাইন ডেক্স / ২১ দেখেছেন:
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

দুর্নীতির মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১১ ডিসেম্বর) তেল আবিব ডিস্ট্রিক্ট আদালতে এ বিচারকাজ চলছে। এই প্রথম ইসরায়েলে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়।

নেতানিয়াহু ২০০৯ সাল থেকে প্রায় টানা ইসরায়েল শাসন করছেন। সাক্ষ্যে তিনি বলেন, ‘সত্যিটা বলার জন্য আট বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি একজন প্রধানমন্ত্রীও। আমি সাতটি ফ্রন্টে লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিয়েছি। আমি মনে করি, এ দুটি (মামলা ও যুদ্ধ) সমান্তরালে চলতে পারে।’

স্থানীয় সময় সকাল ১০টায় নেতানিয়াহু আদালতে ঢুকেন। এ সময় তার মুখে লেগে ছিল হাসি। নিরাপত্তা আশঙ্কার কারণে এই বিচারকাজ তেল আবিবে আনা হয়। আদালতের ভূগর্ভস্থ একটি কক্ষে এ বিচারকাজ চলে।

নেতানিয়াহুকে আদালতে হাজির করার আগে তার আইনজীবী অমিত হাদাদ বিচারকদের সামনে এ মামলার তদন্তে মৌলিক ত্রুটি রয়েছে দাবি করে, তা তুলে ধরেন।

বিচারকাজ চলার সময় আদালতের বাইরে বেশ কয়েকজন জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন প্রধানমন্ত্রীর সমর্থক, অন্যরা গাজায় হামাসের হাতে বন্দী প্রায় ১০০ ইসরায়েলিকে ছাড়িয়ে আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর