বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ: নবীউল্লাহ নবী

অনলাইন ডেক্স / ৫ দেখেছেন:
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

দেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।

শনিবার রাজধানীর ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। তাদের কারণে মেধাবীরা বিদেশমুখী হয়েছে। শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

নবীউল্লাহ নবী বলেন, ‘আওয়ামী লীগ কর্তৃক শিক্ষাঙ্গনে নজিরবিহীন দলীয়করণ, নিয়োগবাণিজ্য, অটোপাশ, অর্থ কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের মতো অপকর্ম দেশের শিক্ষা ব্যবস্থাকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। আমরা এই দুরবস্থা কাটিয়ে ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে- যেন শিক্ষাঙ্গনে বিগত ফ্যাসিস্ট সরকারের সেই নৈরাজ্য আর ফিরে না আসে।’

অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবদুল জলিল ও সদস্য জয়নাল আবেদিন রতন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর