রাজশাহীর গোদাগাড়ীর গো গ্রামে ৬০ বিঘা জমির উপর কমলা বাগান
রাজশাহীর গোদাগাড়ী গো গ্রামে ৬০ বিঘা জমির উপরে কমলার বাগান বানানো হয়েছে। সেখানে প্রায় শত শত গাছ লাগিয়েছে কর্মীরা। এবং ফলাফল মাত্রাধিক। রাজশাহীর এই বরেন্দ্র মাটিতে ফলন হচ্ছে চায়না কমলাগুলো। কর্মীদের থেকে জানা গেছে যে, এই কমলাগুলো একদমই ফরমালিন মুক্ত। কোন প্রকার কীটনাশক ছাড়াই সুন্দর রং এ গাছে গাছে ধরছে নানান ধরনের কমলা। দেখতে যতটা রঙিন খেতেও তেমন সুস্বাদু। সেখানকার কর্মীদের কাছে আরো জানা গেছে যে, দিনে প্রায় ১০০ ক্যারেট কমলাগুলো রাজশাহী সহ বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া হয় এবং রাজধানীতেও পৌঁছানো হচ্ছে রাজশাহী গোদাগাড়ীর এই কমলাবাগানে দিনে ২৫ থেকে ৩০ জন কর্মীরা একাধারে কাজ করে যাচ্ছে এই বাগানে। প্রায় সাড়ে পাঁচ বছর ধরে আজকের এই বাগান যেখান থেকে আমদানি হচ্ছে এ সাধু কমলাগুলো। স্বল্প মূল্যে তারা বিক্রি করে যাচ্ছে এ কমলাগুলো। আপনারা সকলে আমন্ত্রিত গোদাগাড়ীর এই গো গ্রামে কমলার বাগানে।