মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
পরবর্তীত পরিস্থিতির পর আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মোহনপুরে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি গাজীপুরে গাড়িতে হা’ম’লা’য় আ’হ’ত হাসনাত আবদুল্লাহ ভোটের ময়দানে নতুন সমীকরণ: বিএনপি-জামায়াতের প্রস্তুতি জোরদার রুয়েট কর্মকর্তা মামলার আসামি হিসেবে শিক্ষার্থীদের হাতে গ্রেপ্তার, পুলিশের কাছে হস্তান্তর জয়পুরহাটে আওয়ামী লীগ নি’ষি’দ্ধ ও বিচারের দাবীতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে দুই পশুর হাট ঘিরে উত্তেজনা, চরম দুর্ভোগে গরু ব্যবসায়ীরা জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া

রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেঙ্ক / ৪১ দেখেছেন:
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতৃবৃন্দের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলীম আখতার খান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে। যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে।

ক্যাবের কার্যক্রমকে মহৎ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা দেখেছি ক্যাব দেশব্যাপী ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোথাও মানববন্ধন করেছে, কোথাও আন্দোলন করেছে, কোথাও আমাদের প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। স্বেচ্ছাসেবামূলক এ কাজে তারা লেগে আছে। তারা এর বিনিময়ে কিছুই পাননা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো পুরনো সংস্কৃতি থেকে বের হতে পারি নাই। পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নগুণগত মানসম্পন্ন পণ্যকেও উচ্চ দামে এলসি এর মাধ্যমে আনতে হয়েছে। অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়তির দিকে। এসময় আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্ষ্ঠুানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির প্রধান হিসেবে বিভাগের জেলা প্রশাসকগণকে মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করা হয়। রমজানের প্রস্তুতি হিসেবে দ্রুত কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সমন্বয় করে বাজার ব্যবস্থা মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার মো. নাছির উদ্দীন জুবায়ের । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর