ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স’র মেয়াদ পূর্তির চেক প্রদান
রোববার (২৯ ডিসেম্বর) রাজশাহীর দামকুড়ার দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি, জনবীমা, রাজশাহী কর্তৃক আয়োজিত মেয়াদ পূর্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ মোঃ তোজাম উদ্দিন, বিশেষ অতিথি জোন প্রধান মোঃ মাসুদ রানা, এজিএম মোঃ হাফিজুল ইসলাম, বিএম মোঃ সাইদুর রহমান, বিএম মোছাঃ শামীমা খাতুন। সভাপতিত্ব করেন এজিএম মোছাঃ রাজিয়া খাতুন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি সম্পর্কে গ্রাহকদের মাঝে ধারনা দেন। এখানে বীমা করলে টাকা পেতে হয়রানি হতে হয় না। বরং আমরা গ্রাহকের বাড়িতে গিয়ে চেক প্রদান করে থাকি। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাংলাদেশর সর্বশ্রেষ্ঠ লাইফ ইন্সুরেন্স কোম্পানী। আমরা মেয়াদ পূর্তির পরেরদিনই চেক প্রদান করে থাকি। তাই এ কোম্পানিতে বীমা করলে হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়ার কোন ভয় নেই। ন্যাশনাল লাইফ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশী লাভ্যাংশ প্রদান করে থাকে। এই অনুষ্ঠানে সর্বমোট ১ লাখ ৯২ হাজার ৭৮০ টাকার ৫ টি চেক প্রদান করা হয়।