শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

তানোরে হত্যা চেষ্টা মামলার আসামী ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেঙ্ক / ৮ দেখেছেন:
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর তানোরে হত্যা চেষ্টা মামলার আসামী কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’ লীগ সাবেক সাধারন সম্পাদক সুফি কামাল মিন্টুকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মিন্টুর রাজশাহীর উপশহর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, চলতি মাসের ২২ ডিসেম্বর তানোর থানায় মিন্টুসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলার ৫নম্বার আসামী মিন্টু। রোববার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মিন্টু অভিযোগ করে বলেন আমাকে মিথ্যে মামলার আসামী করা হয়েছে। তার এমন বক্তব্যের তাকে গ্রেপ্তার চেষ্টা করা হয়।

বিষয়টি টের পেয়ে মিন্টু সেখান থেকে সটকে পড়েন। এর পর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে রাজশাহীর উপশহরের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আ’ লীগ নেতা ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু একটি হত্যা চেষ্টা মামলার আসামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর