জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠ থেকে বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুরমোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পথ সভায় শহর ছাত্রদলের আহবায়ক সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ’র সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপি’র আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদল নেতা এ টি এম শাহেনেওয়াজ কবির শুভ্র, জেলা তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম
প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন ছাত্রদল সবসময় সুসংগঠিত ছিল ভবিষ্যতে আরো বড় কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকবে।
এছাড়া ছাত্রদলের সভাপতি মামুন প্রধানের নেতৃত্বে অপর একটি গ্রুপ র্যালী , আলোচনা সভা সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে।