রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাজশহীতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে র্যালী নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কাশিয়াডাঙ্গা মোড়ে এসে সমাবেশের আয়োজন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে থেকে কাজ করে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে ছাত্রদল। দেশে যতবার ক্রান্তিলগ্ন আসবে, ঠিক ততবারই ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরেন নেতৃবৃন্দ।
র্যালী ও সমাবেশে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলী হোসেন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক শামীম রেজা, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম রেন্টু সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।