শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

তানোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

অনলাইন ডেঙ্ক / ২ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে নানান কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা চত্বরে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক পক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে “মুক্ত আড্ডা” কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্ত আড্ডা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিদি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  এসময় মুক্ত আড্ডায় অংশগ্রহন কারীদের বই পুরস্কার দেয়া হয়। এছাড়াও প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও দুস্তদের মাঝে বিনামূল্যে ঔষধ, প্রতিবন্ধী পরিচয়পত্র ও সুদ মুক্ত ঋণপ্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর