রাজশাহী মেট্রোপলিটন প্রেষক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার মেট্রোপলিটন প্রেসক্লাবেব দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ(আমার দেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর (জনকন্ঠ), সদস্য মামুন-অর-রশিদ (জনকন্ঠ) ও তানজিমুল হক (যুগান্তর)।
মেট্রোপলিটন প্রেসক্লাবের প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনি, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও বুলবুল চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের মধেদিয়ে সাধারণ সভার আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোমিনুল ইসলাম বাবু। আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহেদের সঞ্চালনায় সদস্যরা প্রেসক্লাবকে গতিশীল করতে তাদের মতামত তুলে ধরেন।
এর আগে মেট্রোপলিটন প্রেসক্লাবের রজত জয়ন্তীতে উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।নগরীরর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সদস্য হাসান মিল্লাত, কাজী গিয়াস, জাবীদ অপু, কাজী শাহেদ, রাশেদ রিপন, আরোয়ার আলী হিমু, কাজী নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলমগীর কবীর তোতা, মামুন রেজা, সৈয়দ মাসুদ।