বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেঙ্ক / ১৫ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

গত দু’দিনে ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যেন স্বপ্নে পরিণত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার আকাশ ছিল ধূসর কুয়াশায় মোড়ানো। কনকনে ঠান্ডা হাওয়া আর দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া শীতের প্রকোপ বাড়িয়েছে। সন্ধ্যার পর কুয়াশার চাদরে আরও ঘন হয়েছে শীতের দাপট। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ার খবর পাওয়া গেছে। ফলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া এড়িয়ে চলছেন অনেকে।

এমন আবহাওয়ার মধ্যে ঢাকার শীত কতদিন স্থায়ী হতে পারে, তা নিয়ে আশার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার রাত ৮টায় আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমতে পারে। তিনি বলেন, আশা করা যাচ্ছে, আগামীকাল সূর্যের দেখা মিলবে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় বাড়বে।

রাজধানীতে জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে আবহাওয়ার সিনপটিক অবস্থায় তেমন কিছু দেখা যাচ্ছে না।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন, এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাঞ্চলে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিনের বেলায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ কিছুটা অনুভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর