বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

গাজার প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান ইতিহাসে প্রমাণিত হবে: এরদোগান

অনলাইন ডেঙ্ক / ৯ দেখেছেন:
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, গাজার প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান ভবিষ্যতে ইতিহাসে প্রমাণিত হবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রে হয়েছে।

তার ভাষায়, ‘যেভাবে সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে’।

শুক্রবার ইস্তানবুলে তুর্কি রপ্তানিকারক পরিষদের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিলেন। গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর দামেস্ক দখলের পর তিনি রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

এরদোগান এ সময় ইসরাইলের সঙ্গে তার দেশের বাণিজ্য সম্পর্ক বন্ধ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তুরস্ক একমাত্র দেশ, যা ইসরাইলের সঙ্গে সমস্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে।

২০২৩ সালের মে মাসে তুরস্ক ইসরাইলের সঙ্গে প্রায় ৯.৫ বিলিয়ন ডলার মূল্যের সমস্ত বাণিজ্য স্থগিত করে। কঠিন এই সিদ্ধান্তটি গাজায় চলমান ইসরাইলি গণহত্যার প্রতিক্রিয়ায় নেওয়া হয়।

যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারপরও ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের ‘গণহত্যামূলক আগ্রাসন’ অব্যাহত রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪৫,৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর