শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে শিক্ষককে আটকে রেখে মুক্তিপন আদায়, গ্রেপ্তার ২

অনলাইন ডেঙ্ক / ২ দেখেছেন:
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর বাগমারার তাহেরপুরে এক স্কুল শিক্ষককে আটক রেখে মারধর করে চাঁদা আদায় ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ পুলিশ দুই যুবককে আটক করেছে। সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন, তাহেরপুর চৌকিরপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (২৯) ও আলমগীর হোসেন (২৫)। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানান তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহাইল হোসেন।

তিনি বলেন, মুক্তিপণের টাকা, সোনা ও চেক উদ্ধারের পাশাপাশি অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার দুইজনকে সোমবার দুপুর ১২টায় আদালতে পাঠানো হয়েছে।

অপহরণের শিকার স্কুল শিক্ষকের নাম আক্কাছ আলী। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্ত্রীসহ বসবাস করতেন তাহেরপুর চৌকিরপাড়ায়।

এসআই সোহাইল হোসেন জানান, গত শনিবার রাতে আক্কাছকে অপহরণ করেন শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনসহ ৮/১০ যুবক। তাকে তারা অজ্ঞাত স্থানে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘরে আটক রেখে মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে আরও ১২ হাজার টাকা নেন অপহরণকারীরা। অপহরণকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের দুই ভরি সোনা, ৬০০ টাকা মূল্যের দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ফাঁকা চেকে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোহাইল হোসেন, অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হওয়ার পর বিষয়টি পুলিশকে জানান আক্কাছ আলী। রোববার তিনি বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আক্কাছ আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন না। এ সুযোগটি কাজে লাগিয়ে অপহরণকারীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল।

আক্কাস আলীকে অপহরণ করে মুক্তিপন আদায়ে জড়িত যুবকেরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তারা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার চালিয়ে আসছে।

তবে, তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন তাহেরপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, এই চক্রটি ৫ আগস্টের আগে তারা ছাত্রলীগের সঙ্গে ছিল। রাতারাতি তারা আবার ছাত্রদল সাজতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আসছে। দলীয় কিছু মিটিং মিছিলেও অংশ নিয়ে দলের দুএকজন নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর