শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

চারঘাটে জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেঙ্ক / ২ দেখেছেন:
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (৫ জানুয়ারি) চারঘাট পিরোজপুর গ্রাম হতে রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাসুদ রানা (২৮)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মোঃ মান্নাফ আলীর পুত্র। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে একটি টিম গত (৫ জানুয়ারি) রাতে চারঘাট কাকড়ামারি বাজারে ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট পিরোজপুর গ্রামের জনৈক মোঃ কাওসার (৪৫) এর আম বাগানের সামনে পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টাকরলে মাসুদ রানাকে ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ হাতে নাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারেরে এ ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদক কারবারি মোঃ সামাদ ও মোঃ রান্টু আলী নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর