শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

রাজশাহীতে আশার বার্ষিক শিক্ষা কর্মশালা

অনলাইন ডেঙ্ক / ৪ দেখেছেন:
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির ৩১ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পবা উপজেলার বায়া আশ্রয় ট্রেনিং সেন্টার মিলনায়তনে এই কর্মশারার আয়োজন করা হয়।

আশার রাজশাহী জেলার ব্যবস্থাপক আব্দুল লতিফের সভাপতিত্বে কর্মশালায়য় প্রধান অতিথি ছিলেন, আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। কর্মশালা পরিচালনা করেন জেলা এডুকেশন অফিসার সারাবান তহুরার।

আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে শিক্ষা সুপারভাইজারদের নিয়ে এই বার্ষিক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানানসামিউল হক। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২০১১ সাল থেকে আশা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ১২ হাজার ৭৫০টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৩ হাজারটি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬৪টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ছয় লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা এই শিক্ষা কর্মসূচি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, আশা রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম ও দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার আজাদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর