নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান
হাসপাতালে নেয়ার সময়ে গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা, জুবাইদা রহমান। নেতাকর্মীরা এসময় গাড়ির দুপাশে দাঁড়িয়ে ‘আমাদের নেত্রী খালেদা জিয়া’ বলে স্লোগান দিতে থাকেন। প্রিয় নেত্রীর মুখ দেখার উদ্দেশে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দেন তারেক রহমান।
বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে যুক্তরাজ্যে পৌঁছেছেন সাবেক এ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছালে তাকে ফুলেলে শুভেচ্ছা জানান যুক্তরাজ্য দূতাবাসসহ বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।