বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

নাচোলে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেঙ্ক / ৭ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খোলসি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯জানুয়ারি)বেলা সাড়ে ১১টায় চেয়ারম্যান ইসমাইল হক অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, সহকারি প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মির্জাপুর কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, খোলসি দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও খাতিজা খাতুন মিম। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “নতুন উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।” পরে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর