বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

রাজশাহী নগরে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময়

অনলাইন ডেঙ্ক / ৬ দেখেছেন:
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

রাজশাহী মহানগরীতে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় করেছেন প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস এম তুহিনুর আলম।

আরএমপির উদ্যোগে আয়োজিত সভায় নগরীর শিরোইল এলাকা থেকে বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, মহানগরীতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সাহেববাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটোরিকশা চলাচল নিয়ে আলোচনা হয়। এছাড়াও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটোরিকশা না দেয়া, অটোরিকশা ড্রাইভারদের প্রশিক্ষণ, অটোরিকশা স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ এবং নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা বিষয়ও আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় আরএমপি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতামত দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন..
এক ক্লিকে বিভাগের খবর